• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

কানাডায় মানবদেহে প্রথম বার্ড ফ্লু শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১১:১১

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রথমবারের মতো এক কিশোরের শরীরে এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। গত শনিবার এই রোগ শনাক্ত হওয়ার পর তাকে একটি শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, প্রদেশটিতে এ পর্যন্ত আর কোনো এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হননি। শনাক্ত হওয়া রোগী ‘খুব সম্ভবত’ কোনো পশু বা পাখির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের উৎস ও সংশ্লিষ্ট রোগীর সংস্পর্শে কেউ এসেছেন কি না, সেসব বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের একজন বনি হেনরি এক বিবৃতিতে বলেন, এটি একটি বিরল ঘটনা। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ বা পুরো কানাডায় এইচ৫ বার্ড ফ্লুতে কারও আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। কানাডার বাইরে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে খুব অল্পসংখ্যক এমন রোগী শনাক্ত হয়েছেন। আর এ কারণেই ব্রিটিশ কলাম্বিয়ায় এ রোগের সংক্রমণ উৎস উদ্‌ঘাটনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছি আমরা।

আরটিভি/এআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী, ট্রুডোকে ক্ষমতা ছাড়ার আহ্বান
থাইল্যান্ড-কানাডা থেকে মাদক এনে গুলশান-বনানীতে বিক্রি
কানাডাতে আশ্রয়ের বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞাপন
মাস্কের নিউরালিঙ্ককে মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি দিলো কানাডা