ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী জয়নুদ্দিন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ০২:৪৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) কুয়ালালামপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবর রয়টার্সের।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। 

বিজ্ঞাপন

এক শোকবার্তায় তিনি বলেন, আমি এমন একজন বন্ধুকে হারালাম, যিনি আমার সঙ্গে জাতি-দেশ ও ধর্মের জন্য লড়াই করেছিলেন।

সদ্য প্রয়াত জয়নুদ্দিন মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। 

পরে ২০১৮ সালে যখন মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হিসেবে ফের ক্ষমতায় আসেন, তখন তিনি সরকারী নীতি এবং রাষ্ট্রসংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যবস্থাপনার তদন্তে একটি রাষ্ট্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করেন। সেই উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দাইম জয়নুদ্দিনকে নিযুক্ত করেন মাহাথির।

বিজ্ঞাপন

১৯৮২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় নির্বাচনে জয়লাভ করেন জয়নুদ্দিন। এ ছাড়া দেশটির অর্থনৈতিক সংস্কারেও নেতৃত্ব দেন তিনি। পাশাপাশি মাহাথির মোহাম্মদের অধীনে বিনিয়োগকারী-বান্ধব নীতি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর বেসরকারীকরণের জন্য কৃতিত্ব অর্জন করেন জয়নুদ্দিন। তার সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ৯ ভাগে পৌঁছেছিল।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |