• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এবার রাহুল গান্ধীর হেলিকপ্টারে নির্বাচন কমিশনের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৯:১৩

এবার ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে রাখা ব্যাগ খুলে তল্লাশি করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। মহারাষ্ট্রের অমরাবতীতে শনিবার বিধানসভা নির্বাচনের প্রচারে গেলে এ তল্লাশি চালানো হয়। এর আগে দেশটির শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ব্যাগ তল্লাশি করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবদনে বলা হয়, শনিবার (১৬ নভেম্বর) মহারাষ্ট্রের অমরাবতীতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তার ব্যাগ তল্লাশির ঘটনা ঘটে। হেলিকপ্টারে রাখা ব্যাগ এবং অন্য লাগেজ পরীক্ষার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে, গত শুক্রবার উড্ডয়নের অনুমতি না মেলায় ঝাড়খণ্ডের গোড্ডায় প্রায় তিন ঘণ্টা আটকে ছিল লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুলের হেলিকপ্টার। এই ঘটনায় কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস।

প্রসঙ্গত, গত সোমবার যভতমল জেলায় ওয়ানিতে প্রচারে যাওয়ার সময় ভারতে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালানো হয়েছিল। এ নিয়ে তিনি বলেছিলেন, এরপরে কি একইভাবে কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও পরীক্ষা করবে? এরপর মঙ্গলবার লাতুরে ফের উদ্ধবের হেলিকপ্টারে তল্লাশি হয়। এ ছাড়া বুধবার সকালে বিজেপির সাবেক সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর হেলিকপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশনের ‘দল’।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গত বুধবার লাতুরে প্রচারসভায় গিয়েছিলেন গডকড়ী। সেখানে তার হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। এ ছাড়া নির্বাচন কমিশনের নিশানায় পড়েন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি কোঙ্কণ উপকূলের পালঘরে ভোটের প্রচারে যাওয়ার সময় তার কপ্টারে তল্লাশি করেন কমিশনের কর্মকর্তারা।

পরে গত শুক্রবার নাসিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগের হেলিকপ্টার তল্লাশি করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তবে শুক্রবারই হিঙ্গোলিতে নিজের হেলিকপ্টারে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। সেইসঙ্গে লিখেছেন, বিজেপি স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে।

আরটিভি/কেএইচ/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেক্সিকো সীমান্তে সেনা ও হেলিকপ্টার পাঠাচ্ছেন ট্রাম্প
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু সোমবার
রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি
বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি