• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

ট্রাম্পের কৃষিমন্ত্রী হচ্ছেন ব্রুক রলিন্স

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৬

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে পরবর্তী প্রশাসনে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনের সব কটি পদে মনোনয়ন দেওয়া শেষ হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কৃষিমন্ত্রী পদে রলিন্সের নাম ঘোষণা করেন ট্রাম্প। রলিন্স চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক মার্কিন কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, যারা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।

জানা যায়, ব্রুক রলিন্স দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। তিনি ট্রাম্পের নীতি বাস্তবায়নের সহযোগী ডানপন্থী চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

এর আগে রলিন্স হোয়াইট হাউসে কাজ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এ ছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীন নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটিতে কৃষি উন্নয়ন বিষয়ে পড়াশোনা করেছেন রলিন্স। এরপর তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন।

সিনেটের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন।

রলিন্সের মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্পের পরবর্তী প্রশাসনে সব কটি পদে নাম ঘোষণা শেষ হয়েছে। ১৫ জনকে নিয়ে নতুন প্রশাসন সাজিয়েছেন ট্রাম্প। তবে চূড়ান্ত নিয়োগ পেতে সবারই সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের 
ভোটের আগে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান শলৎস
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু