এইচআইভি আক্রান্ত শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠাল কুয়েত
এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত দেশটির বার্ষিক এইডস ও যৌন রোগবিষয়ক সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সূত্র: গাল্ফ নিউজ
কুয়েতের জনস্বাস্থ্যের পরিচালক ডা. ফাহদ আল গামলাস বলেন, ‘আমরা কুয়েতের নাগরিকদের মধ্যে ১৬৫ ও প্রবাসীদের মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের পরীক্ষা করেছি। প্রয়োজনীয় সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।’ কুয়েতের জাতীয় এইডস প্রতিবেদন ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইউএনএআইডিএস-এর ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করেছে কুয়েত। যার মানে, এইচআইভিতে আক্রান্ত ৯০ শতাংশ মানুষকে শনাক্ত করা, তাদের অবস্থা সম্পর্কে সচেতন হওয়া এবং ৯০ শতাংশকে কার্যকর চিকিৎসা প্রদান করা।
অনুষ্ঠানে এইডস মহামারি মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল আওয়াধি। তিনি বলেছেন, ‘জাতীয় এইডস কৌশল ২০২৩-২০২৭-এর অংশ হিসেবে পরবর্তী মাইলফলক ২০২৫ সালের মধ্যে ৯৫-৯৫-৯৫ লক্ষ্যমাত্রায় পৌঁছানোই এখন আমাদের লক্ষ্য।’
এ সময় তিন আরও বলেন, স্বেচ্ছামূলক পরীক্ষা ও কাউন্সেলিং পরিষেবা প্রসারিত করছে কুয়েত। এইডস-এ আক্রান্তদের জীবনযাত্রার মান উন্নত করতে অত্যাধুনিক চিকিৎসা সেবাও প্রদান করছে দেশটি।
আরটিভি/এআর
মন্তব্য করুন