ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্কুটারে লুকানো বোমায় প্রাণ হারালেন রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ , ০১:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ইগর কিরিলোভ নামে একজন সেনা কর্মকর্তা। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নিহত হয়েছেন এ রুশ জেনারেল। রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ হামলায় তার এক সহকারীও প্রাণ হারিয়েছেন।  

বিজ্ঞাপন

তবে, রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর এই প্রধানের ওপর পরিকল্পিত এ হামলার পেছনে কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |