• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ফিরে দেখা ২০২৪

ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫

৩৬৫ পাতার একটা বই, নাম ২০২৪। পড়তে পড়তে আমরা সবাই প্রায় এর শেষের দিকে। আর মাত্র কয়েকটি পৃষ্ঠা ওল্টালেই নতুন বই ২০২৫-এর প্রকাশনা উৎসব। সেই নতুন বইয়ের মনপাগল করা ঘ্রাণ নেওয়ার আগে ২০২৪ নামক বইয়ে কী কী ছিল, তা হয়তো অনেকেই ভুলতে বসেছেন। বছর সায়াহ্নে এসে স্মৃতির ঝাঁপি খুললে কেমন হয়?

২০২৪ সালে বিশ্বজুড়ে ইতিবাচক ও নেতিবাচক নানা ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। পুরো বিশ্বের চোখ ছিল দেশটির দিকে। সবার মুখেই ছিল এক প্রশ্ন, কে বসতে যাচ্ছে ক্ষমতার মসনদে? ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস? নাকি রিপাবলিক নেতা ডোনাল্ড ট্রাম্প?

কমলার কথা এজন্যই আলোচনায় ছিল যে, তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছিলেন। অনেকটা বলতে গেলে ঘাড়ে নিশ্বাস ফেলার মতো।

এর পেছনে থাকা অনেকগুলো কারণের মধ্যে নারী প্রার্থিতা অন্যতম। কারণ, ১৭৭৬ থেকে ২০২৪। দেখতে দেখতে প্রায় ২৫০ বছর পার হলেও এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো নারী প্রেসিডেন্ট পায়নি। তাই দেশের একটা অংশের সমর্থন ছিল এই ডেমোক্রেট প্রার্থীর প্রতি। তবে গত ৫ নভেম্বরের নির্বাচনে প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হয়ে কমলা জয়ের হাসি হাসতে পারেননি, গড়তে পারেননি কোনো অনন্য রেকর্ডও। ১৩২ বছরের রেকর্ড ভেঙে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন পরবর্তী প্রেসিডেন্ট।

এ যেন এক রাজকীয় প্রত্যাবর্তন। আর এ প্রত্যাবর্তনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অধিকাংশ দেশের নেতারা দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা বার্তায় সিক্ত করেন।

রিপাবলিক প্রার্থীর এমন ঐতিহাসিক জয় যুক্তরাষ্ট্রের রাজনীতি তো বটেই, বৈশ্বিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া একটি উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস দেয়। বিশেষ করে অর্থনীতি ও অভিবাসন নিয়ে উদ্বিগ্ন ভোটারদের মধ্যে তার শক্তিশালী আবেদন লক্ষ্য করা গেছে এবার।

অপরদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক নিবন্ধে বলা হয়, নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের বক্তৃতা ছিল উসকানিমূলক ও প্রতিশোধপরায়ণ। তবে, অর্থনৈতিক বিষয়গুলোতে তার মনোযোগ বহু ভোটারকেই অনুপ্রাণিত করেছিল।

এখন দেখার বিষয় কেমন হয় যুক্তরাষ্ট্রের আগামীর পথচলা। ডোনাল্ড ট্রাম্প কী কমলার ওপর বিশ্বাস হারানো জনগণের মনের আশা পূরণ করতে পারবেন, নাকি ব্যর্থ হবেন?

তবে বিশ্লেষকদের ধারণা, দমে যাওয়ার পাত্র নন ট্রাম্প। যেভাবেই হোক নিজের লক্ষ্যে পৌঁছাবেনই তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোবিজ যেসব তারকা হারিয়েছে
একনজরে বাংলাদেশের আলোচিত নানা ঘটনা
বুক-চেতানো সাহসী তারুণ্যের আত্মত্যাগে নতুন বাংলাদেশ
শোবিজের যত আলোচিত বিচ্ছেদ