• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চিলি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১১:০৮
ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

শুক্রবার (৩ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০৪ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে চিলি অন্যতম। ১৯৬০ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯ দশমিক ৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।

এ ছাড়া গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্প, ৪০ মিনিটে ৫টি আফটার শক অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত