• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

বিদায়বেলায় কয়েকজনকে ক্ষমা করে গেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫
বিদায়বেলায় কয়েকজনকে ক্ষমা করে গেলেন বাইডেন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদকে বিদায় বলার আগ মুহূর্তেও ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে আগাম ক্ষমা করে গেলেন জো বাইডেন। এদের মধ্যে ড. অ্যান্থনি ফৌসি এবং জয়েন্ট চিফের সাবেক চেয়ারম্যান মার্ক মাইলি রয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যেসব কর্মকর্তাকে ক্ষমা করা হয়েছে তারা হাউস সিলেক্ট কমিটিতে সাক্ষ্য দিয়েছেন এমন ব্যক্তি। একইসঙ্গে সদস্য এবং কর্মীরাও রয়েছেন এই ক্ষমার আওতায়। খবর বিবিসির।

২০২১ সালের ৬ জানুয়ারির যুক্তরাষ্ট্রের রাজধানীতে দাঙ্গা এবং ওই দিনের ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত করেছিলেন এই কমিটির কর্মকর্তারা।

কোভিড মহামারির সময়ে যুক্তরাষ্ট্রে তৎপর ছিলেন ড. ফৌসি। নিয়মিত তার সমালোচনা করেছিলেন ট্রাম্প এবং তার রাজনৈতিক মিত্ররা।

ট্রাম্পের একজন কট্টর সমালোচক হয়ে উঠেছেন মাইলি এবং তাকে ‘আপাদমস্তক ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র স্টিভ ব্যানন ‘তাকে জবাবদিহি করার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের জাতিকে সম্মান ও মর্যাদার সঙ্গে সেবা করেছেন এই সরকারি কর্মচারীরা। তারা অন্যায় ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারের লক্ষ্যবস্তু হওয়া কাম্য নয়।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াইট হাউস ছাড়ছি, লড়াই নয়: বাইডেন
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিমর্ষ বসেছিলেন বাইডেন-কমলা
প্রথম দিনই বাইডেনের একগুচ্ছ নীতি বাতিলের ঘোষণা ট্রাম্পের
সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট