নাইজেরিয়ায় ফের জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১৮
নাইজেরিয়ায় সপ্তাহের ব্যবধানে ফের জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শনিবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে এই ঘটনা ঘটে। মূলত জ্বালানিবাহী এই ট্যাংকার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দিলে বিস্ফোরণ হয়।
ভয়াবহ এই বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮ জন এতটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। তবে, আহত অবস্থায় ১০ জন এবং অক্ষত তিনজনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ১৮ জানুয়ারি একই ধরনের আরেকটি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।
উল্লেখ্য, নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
গত অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের পর আগুনে পুড়ে ১৭০ জন মানুষের মৃত্যু হয়েছিল।
আরটিভি/আরএ/এস
মন্তব্য করুন