পাকিস্তান ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০১:৫৪ পিএম


পাকিস্তান ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা 
ফাইল ছবি

পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে ভ্রমণের ব্যাপারে নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশ, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সতর্কতা জারি করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

সতর্কবার্তায় পাকিস্তানের যেকোনো সীমান্ত এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের নির্দেশ দিয়েছে এফসিডিও। পাশাপাশি পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজাউর, বান্নু, বুনের, চারসাদ্দা, ডেরা ইসমাইল খান, খাইবার, কোহাট, কুররম, লাক্কি মারওয়াত, লোয়ার দির, মোহমান্দ, ওরাকজাই, রাজধানী পেশোয়ার, সোয়াত, তাঙ্ক, উত্তর ওয়াজিরিস্তান, আপার দক্ষিণ ওয়াজিরিস্তান, লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান, মারদান, চিত্রল, মানসেরা জেলা— অর্থাৎ পুরো খাইবার পাখতুনখোয়া প্রদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগস্থাপনকারী সড়ক কারাকোরাম হাইওয়ে এবং তার-সংলগ্ন গিলগিট-বাল্টিস্তানের চিলাস জেলা, আজাদ জম্মু ও কাশ্মিরের সীমান্ত-সংলগ্ন ১০ মাইল এলাকা এবং বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ব্যতীত প্রদেশটির কোনো এলাকায় ভ্রমণ না করতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে এফসিডিও’র বিবৃতিতে।

বিজ্ঞাপন

সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের উল্লম্ফন ঘটেছে। এ দুই প্রদেশের সঙ্গেই সীমান্ত রয়েছে আফগানিস্তানের। ইসলামাবাদের অভিযোগ— পাকিস্তানের এসব সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কাবুল। তবে, কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সরকারি তথ্য অনুসারে, ২০২৪ সালে পাকিস্তানে ৪৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। শতকরা হিসেবে হামলা এবং হতাহতের এ সংখ্যা গত এক দশকের যে কোনো বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের দমনে অবশ্য সেনা অভিযানও শুরু হয়েছে পাকিস্তানে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) তথ্য অনুসারে, গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে পাকিস্তানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission