ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এবার রোজা ২৯ নাকি ৩০টি, যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৯:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলতি বছরের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এবারের রমজান মাসে রোজা ২৯ নাকি ৩০টি পূর্ণ করতে হবে সে তথ্য প্রকাশ করেছে তারা।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ৩১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। 

সাধারণ মানুষের উদ্দেশে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ‌‘যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।’

বিজ্ঞাপন

আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে ওই অঞ্চলের মানুষ এবার ৩০টি রোজা পূর্ণ করবেন। 

গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এরপর সেখানে ১ মার্চ থেকে পবিত্র ও মহিমান্বিত এ মাস রমজান শুরু হয় ।

বুধবার (১২ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে থাকবে রমজানের ২৯তম দিন।

বিজ্ঞাপন

এ ছাড়া রমজান মাসটি যদি ৩০ দিন পূর্ণ হয় তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন।

সূত্র: খালিজ টাইমস

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |