সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ইরান। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ।
এক বিবৃতিতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন, দেশটির সেনাবাহিনীকে উচ্চসতর্কতায় রাখা হয়েছে। পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়ে ‘বহিরাগত হুমকির’ সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন খামেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান।
তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালানোর জন্য এসব দেশের আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করে, তবে তা শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে। এ ধরনের কোনো পদক্ষেপ তাদের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।
এ ছাড়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইতোমধ্যে ইরানের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।
অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিলো তেহরান, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূ-রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
আরটিভি/একে-টি