সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (১৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। পুরো সময়টা তারা ‘ট্রায়াল বাই মিডিয়া’ করেছে। আমার আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন, কিন্তু তারা কোনো জবাবই দেয়নি।
তিনি বলেন, আপনারা নিশ্চয়ই বুঝবেন, আমি এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে সম্মান দেখিয়ে কোনো মন্তব্য করব না। এটা পুরোপুরি একটি হয়রানিমূলক রাজনৈতিক অপপ্রচার। আমার বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা নেই, এমনকি কোনো প্রমাণও নেই যে আমি কিছু ভুল করেছি।
এর আগে, রোববার (১৩ এপ্রিল) ঢাকায় পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সময় টিউলিপের অবৈধভাবে জমি পাওয়ার অভিযোগের তদন্ত করছে দুদক। তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের একাধিক অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরটিভি/এফএ