ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভারতে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১১:৩৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নারী, শিশুসহ অন্তত ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সুন্দরবন উপকূলীয় সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতের সরকারি কর্মকর্তারা বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেছেন। 

ভারতীয় কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও চারজন শিশু। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন, চিলমারি বনের একটি গ্রামে লুকিয়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে গ্রামটিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। খবর দ্য শিলং টাইমসের। 

তিনি বলেন, গ্রেপ্তারদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের মুখে তারা উপকূলীয় জলপথ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছেন।

ওই বাংলাদেশিদের বুধবার জেলার একটি আদালতে তোলা হবে। তবে বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণ করতে পারে, এমন কোনও নথিও ওই সব নারী ও পুরুষ কারও কাছেই পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পেছনে ওই বাংলাদেশিদের কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের কেউ কেউ জীবিকার সন্ধানে ভারতে গেছেন বলে জানিয়েছেন। দেশটির তদন্তকারী কর্মকর্তারা এই ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের জড়িত থাকার আশঙ্কা নাকচ করেননি।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |