ফ্রান্সে মসজিদে নামাজরত মুসল্লিকে হত্যা, খুনিকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৩:০৪ পিএম


ফ্রান্সে মসজিদে হত্যা: খুনিকে খুঁজছে পুলিশ 
ছবি: সংগৃহীত

ফ্রান্সে মসজিদে নামাজরত ব্যক্তিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। এ ছাড়া খুনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

এক্স-এ পোস্ট করা এক বার্তায় বেরু লিখেছেন, ‘শুক্রবার একজন নামাজীকে হত্যা করা হয়েছে। এক ভিডিওতে ইসলামবিদ্বেষী নৃশংসতা প্রদর্শিত হয়েছে।’

তিনি আরও লিখেছেন ‘আমরা ভুক্তভোগীর প্রিয়জনদের ও শোকার্তদের পাশে আছি। খুনিকে গ্রেপ্তার ও তার শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে।’ 

বিজ্ঞাপন

তদন্তকারীরা বলেন, তারা ওই হত্যাকাণ্ডকে একটি ইসলাম বিদ্বেষী অপরাধ হিসেবে বিবেচনা করছেন।

আঞ্চলিক কৌঁসুলি আবদেলক্রিম গ্রিনি বলেন, ‘শনিবার পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তি পলাতক ছিল। ওই ব্যক্তিকে জোর দিয়ে খোঁজা হচ্ছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, শুক্রবার (২৫ এপ্রিল) ফ্রান্সের দক্ষিণে গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে হামলার সময় হামলাকারী নামাজরত ব্যক্তিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং পরে চিৎকার করে ইসলামের বিরুদ্ধে অশালীন উক্তি করে ওই সময় সে তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে।

বিজ্ঞাপন

এ ছাড়া মসজিদের ভেতরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ফুটেজে খুনি ওই ক্যামেরাগুলো লক্ষ্য করে বলেন, ‘আমাকে গ্রেপ্তার করা হবে, এটা নিশ্চিত।’ সূত্র: এএফপি

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission