ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাফাল ধ্বংসের ব্যাপারে যা বলল ভারতের বিমানবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০১:২৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পাল্টা হামলা চালিয়ে গত ৭ মে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের তথ্য জানায় পাকিস্তান। ওইদিন মধ্যরাতে দেশটির বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানের বিমানবাহিনী পাল্টা হামলা চালানো শুরু করে। পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। ভারত তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করলেও যুদ্ধবিরতির পর আবারও রাফাল ধ্বংসের আলোচনাটি সামনে আসছে।

বিজ্ঞাপন

ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লে. জেনারেল রাজিব ঘাই রোববার (১১ মে) সন্ধ্যায় দিল্লিতে এক সাংবাদ সম্মেলনে উপস্তিত হয়ে যুদ্ধে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গতকাল (শনিবার) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম কোনো সংবাদ সম্মেলন।

তারা বলেছে, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ’। তবে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া তাদের সব পাইলট ফিরে এসেছে।

বিজ্ঞাপন

সাংবাদ সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার পক্ষ থেকে রাফালসহ ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে, এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, আমি খুশি আপনি এই প্রশ্ন করেছেন। আমরা এখন যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি এবং যে কোনো কম্ব্যাট পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি হতে পারে।

প্রশ্নের পরিষ্কার উত্তর না দিয়ে তিনি বলেন, তবে আমাদের আসল প্রশ্ন হওয়া উচিত- আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করেছি? সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল এবং সেটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এর প্রমাণ আন্তর্জাতিক মহলের চোখের সামনেই রয়েছে।

তিনি আরও বলেন, অপারেশনের নির্দিষ্ট বিবরণ, ক্ষয়ক্ষতির সংখ্যা, কোনো প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে, বা কিছু হারিয়েছি কিনা—এই বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। কারণ এতে আমাদের প্রতিপক্ষ কৌশলগত সুবিধা পেয়ে যেতে পারে। 

বিজ্ঞাপন
Advertisement

সবশেষে তিনি আশ্বস্ত করে বলেন, আমাদের নির্বাচিত লক্ষ্য পূরণ হয়েছে এবং আমাদের সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন।

পাকিস্তান আগেই দাবি করেছিল, তারা ৩টি রাফালসহ ভারতের মোট ৫টি ফাইটার জেট গুলি করে ভূপাতিত করেছে। যদিও এ দাবির পক্ষে তারা এখনো পর্যন্ত কোনো প্রমাণ, ছবি বা ভিডিও উপস্থাপন করতে পারেনি। 

তবে বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের ভাতিন্ডার একটি কৃষিক্ষেত থেকে রাফালের ধ্বংসাবশেষ সরানোর ভিডিও তারা যাচাই করে সত্যতা পেয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |