ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পারমাণবিক ইস্যুতে পাকিস্তানকে মোদির হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ১২ মে ২০২৫ , ১১:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কোনো ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের আচরণের ওপর।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) রাতে দেওয়া ২২ মিনিটের ভাষণে পাকিস্তানকে এ হুমকি দেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটি যুদ্ধের যুগ নয়, কিন্তু এটি সন্ত্রাসের যুগও নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, পাকিস্তানের কর্মকাণ্ডের ওপর ভারত নজর রাখছে। কাশ্মীর প্রসঙ্গে কোনো আলাপ হবে না। তবে তা যদি হয়, সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ে, তাহলে কথা হতে পারে।

এই ভাষণে মোদী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একদিন এটি (সন্ত্রাস) নিজেরাই তোমাদের ধ্বংস করে দেবে।

গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায় ভারত। পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের সংঘর্ষ চরম আকার ধারণ করে। টানা চারদিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

বিজ্ঞাপন
Advertisement

সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |