ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এখনও ভয় কাটেনি ভারতের, পাকিস্তান সীমান্তে উড়াচ্ছে না কোনো বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ১২:৫২ পিএম


loading/img
ফাইল ছবি।

ভারত-পাকিস্তানের মধ্যে টানা দুই সপ্তাহের বেশি উত্তেজনা ও সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। গত ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও এরইমধ্যে কয়েকবার সেই যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তুলেছে ভারত, কিন্তু বড় ধরনের কোনো গোলাগুলি এখনও চলেনি। তবে, সোমবার ভারতের অভিযোগ, তারা কাশ্মীরের সাম্বা সেক্টরে একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে। এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে বিমানের ফ্লাইট বাতিল করেছে ভারত। 

বিজ্ঞাপন

ভারতের দুটি বিমান সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিবিসি এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভারতের বড় দুটি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এরমধ্যে এয়ার ইন্ডিয়া বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের বিমানগুলো বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

এ ছাড়া ইন্ডিগো জানিয়েছে, জম্মু, অমৃতসর, চন্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের বিমান তারা বাতিল করেছে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার। তবে, যুদ্ধবিরতির পর সোমবার থেকে ওইসব বিমানবন্দর আবার চালু করে দেওয়া হয়েছিল।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |