ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজের ধর্ম অবমাননা করে বক্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৩:১৬ পিএম


loading/img
ছবি: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামকে পৌরাণিক এবং কাল্পনিক ব্যক্তিত্ব চরিত্র বলে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। দেবতা প্রভু রামকে অবমাননা করে এমন বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় তার রাজনৈতিক দল কংগ্রেসও আছে। 

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সোমবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেনারস শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এমপি-এমএলএ আদালতে মামলাটি দায়ের করা হয়। 

অভিযোগপত্রে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে গত ২১ তারিখ বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় প্রভু রামকে তিনি পৌরাণিক ও কাল্পনিক চরিত্র বলে উল্লেখ করে মন্তব্য করেছেন। তার এই ঘৃণাপূর্ণ মন্তব্য সনাতনীদের ধর্মানুভূতিতে আঘাত হেনেছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে আইনজীবী হরিশঙ্কার পাণ্ডে বলেন, তিনি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানার পর চিফ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং শুনানির জন্য ১৯ মে দিন ধার্য করেছে।

তিনি বলেন, ভারতের দণ্ডবিধি ভারতীয় নয়া সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫১ এবং ৩৫৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। ১৯ মে আদালতে হাজির থাকার জন্য ইতোমধ্যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের বেনারস শাখার সভাপতি অজয় রায়ের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |