ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

‘মি. ট্রাম্প, আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০২:২৮ পিএম


loading/img
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে ইরান মিলিটারি ও এক্সে (সাবেক টুইটর) ইসলামিক রিপাবলিক অব ইরানের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। ইতোমধ্যে বার্তাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কবর্তা দিয়ে স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ট্রুথ সোশ্যালে লিখেছেন, সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত!

তবে ঠিক কী কারণে ছেড়ে যাওয়া উচিত, তা তিনি পোস্টে উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, ইরানকে যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এবং মানবজীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |