ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

‘ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৮:০৩ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কঠোরভাবে সুরক্ষিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা ইসরায়েলের প্রধান লক্ষ্য হলো, যেটিকে তারা ‘বড় পুরস্কার’ হিসেবে দেখছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে জড়িত না হলে, এই লক্ষ্য পূরণ করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয়।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক কূটনীতিক ও বিশ্লেষক আলোন পিঙ্কাস এ কথা বলেন।

তিনি বলেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিক-সামরিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না। এ জন্য প্রয়োজন বিশেষ ধরনের বোমা, বোমারু বিমান ও অত্যাধুনিক ডেলিভারি সিস্টেম—যা ইসরায়েলের নেই। এ কারণেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়াতে আহ্বান জানাচ্ছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, যদি উত্তেজনা প্রশমিত হয়, সেটি কেবল যুক্তরাষ্ট্রের মাধ্যমেই হবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই পরস্পরবিরোধী বার্তা দিচ্ছেন, ফলে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও পরিষ্কার নয়।

বিজ্ঞাপন

পিঙ্কাস বলেন, ইসরায়েলি জেনারেলদের পছন্দের পন্থা হচ্ছে যুক্তরাষ্ট্রকে দিয়ে এই চূড়ান্ত আঘাত করা। কিন্তু তারা যথেষ্ট বাস্তববাদী এবং বুঝতে পারছেন যে, এমনটা নাও হতে পারে।

বিজ্ঞাপন

ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মাটি ও পর্বতের নিচে অবস্থিত এবং বিমান হামলা প্রতিরোধে উপযোগীভাবে গড়া। সেটিকে ধ্বংস করা ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারীরা ‘বড় পুরস্কার’ হিসেবে বিবেচনা করছেন। তবে তারা জানেন, এটি সহজ কাজ নয়।

ইসরায়েলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, যদি এখনই ইরানের সঙ্গে সংঘাত বন্ধ হয়, তাহলে তারা কৌশলগতভাবে কিছুই অর্জন করতে পারবে না। তাই তেহরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তেল আবিব থামতে রাজি নয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |