ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বললেন চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৮:১০ পিএম


loading/img
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তেজনা এড়াতে ইসরায়েল-ইরান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

শি জিনপিং বলেন, ‘সব পক্ষের উচিত যত দ্রুত সম্ভব সংঘাত কমানোর জন্য কাজ করা। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালনের জন্য সকল পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত চীন।’ 
 
প্রতিবেদন মতে, কাজাখস্তানের আস্তানায় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সাথে আলোচনার সময় শি জিনপিং বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।’ একইসঙ্গে, বেইজিং শান্তি প্রতিষ্ঠায় ‘গঠনমূলক ভূমিকা পালন’ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
 
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, আমরা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করি। সামরিক সংঘাত সমস্যার সমাধান নয় এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
 
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বেইজিং ইরান ও ইসরায়েলে বসবাসকারী চীনা নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। 
 
প্রসঙ্গত, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

বিজ্ঞাপন

সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হলেও এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |