ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ইরান-ইসরায়েল সংঘাত: যা বলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:৪২ পিএম


loading/img
ছবি: বিবিসি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যস্থতা করতে প্রস্তুত আছে রাশিয়া। তবে ইসরায়েল বাইরের কোনো মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই তথ্য জানান।

তিনি বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত আছে রাশিয়া। কিন্তু ইসরায়েল বাইরের কোনও মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‌‌প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রয়োজনে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হতে প্রস্তুত আছে রাশিয়া।

পেশকভ বলেন, বর্তমানে আমরা ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো ধরনের মধ্যস্থতায় অনীহা দেখতে পাচ্ছি। তারা শান্তিপূর্ণ সমাধানের পথে আসতেও আগ্রহ দেখাচ্ছে না।

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। 

বিজ্ঞাপন

সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হয়েছেন। তবে এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |