দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক এ হুমকি দেন।
তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করছে।
তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, কিন্তু আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরিখাগুলো প্রশস্ত এবং সমাজের সকল স্তরের মানুষ এতে জড়িত। এ ছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ ‘সহ্য করার ক্ষমতা’ নেই ইসরায়েলি সরকারের।
ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, শত্রুরা দীর্ঘ যুদ্ধে টিকে থাকতে পারবে না এবং এটি চলতে থাকলে, ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে। ইতোমধ্যে মঙ্গলবার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। তবে ইহুদিবাদী সরকার আগে থেকে বিষয়টি বুঝতেই পারেনি। তাদের জন্য এই ধরনের আরও বিস্ময় অপেক্ষা করছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হয়েছেন। তবে এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।
সূত্র: প্রেস টিভি
আরটিভি/এফএ