ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ইরানের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন শত্রু দেশের হাজার হাজার নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১১:১১ পিএম


loading/img
ছবি: এএফপি

ইসরায়েলে একের পর এক হামলা করে যাচ্ছে ইরান। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলের নাগরিকসহ দেশটিতে অবস্থানরত পর্যটকরা। সেই সঙ্গে নিজেদের প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাচ্ছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বিদেশি পর্যটকদের দেশে ফেরার সুযোগ দিতে সরকারের কাছে বিশেষ অনুমতির দাবি জানিয়েছেন ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়ের মহাপরিচালক দানি শাহার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড্ররিত স্টেইনমেটজ বরাবর পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান তিনি। 

চিঠিতে তিনি লিখেছেন, পরিবহন মন্ত্রণালয়ের আওতায় গঠিত বিশেষ অনুমোদন কমিটির অনুমতির ভিত্তিতে এসব পর্যটকদের যেন আকাশপথে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

চিঠিতে দানি শাহার উল্লেখ করেন, এখন পর্যটকেরা গভীর অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই নির্ধারিত সময়ের বেশি ইসরায়েলে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। অনেকের আর্থিক ও ব্যক্তিগত অবস্থাও ক্রমেই সংকটময় হয়ে উঠছে। অনেকেই নিজেদের পরিত্যক্ত ও রাষ্ট্রীয় অবকাঠামোর প্রতি আস্থাহীন বোধ করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, আমরা অনুরোধ করছি, দেশে ফেরার (রিপ্যাট্রিয়েশন) বিশেষ ফ্লাইটগুলো যেন ইসরায়েল ত্যাগকারী পর্যটকদের জন্যও ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যেমনটা বর্তমানে সমুদ্রপথে জাহাজ ও স্থলবন্দরগুলো দিয়ে করা হচ্ছে, যদিও সেগুলো এখন অতিরিক্ত চাপের মুখে রয়েছে।

বিজ্ঞাপন

AFP__20250619__62YW3A9__v1__HighRes__IsraelIranConflictRepatriation

এদিকে, মঙ্গলবার পর্যটন মন্ত্রণালয় একটি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম চালু করেছে, যাতে যুদ্ধের কারণে ইসরায়েলে আটকে পড়া পর্যটকেরা বিশেষ ফ্লাইটের জন্য আবেদন করতে পারেন। 

মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ২২ হাজার পর্যটক এই ফর্মে নাম নিবন্ধন করেছেন এবং দেশে ফেরার অনুমতির অপেক্ষায় রয়েছেন।

AFP__20250619__62YW6WD__v1__HighRes__TurkeyIranIsraelPoliticsConflict

উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাত দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। দুই দেশই একে অপরকে লক্ষ্য করে শত শত মিসাইল ছোড়ার পাশাপাশি নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যা গড়িয়েছে সপ্তম দিনে। বর্তমানে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান।

আরটিভি/এসআর -টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |