ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শত্রুপক্ষের ড্রোন হামলা, ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১২:৪৭ এএম


loading/img
ছবি: বিবিসি

ইসরায়েলের বিমান বাহিনীর ড্রোন হামলায় এবার প্রাণ হারিয়েছেন ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী। নিহত পরমাণু বিজ্ঞানীর নাম ইসার তাবাতাবেই কামশেহ। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তেহরানের শরিফ ইউনিভার্সিটি। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়, রাজধানী তেহরানে নিজ অ্যাপার্টমেন্ট ভবনে অবস্থানরত অবস্থায় কামশেহকে লক্ষ্য করে বৃহস্পতিবার ড্রোন হামলা চালায় ইসরায়েল। সেই হামলাতেই সস্ত্রীক প্রাণ হারান কামশেহ। তার স্ত্রীর নাম মানসৌরিয়েহ হাজিসালেম। কামশেহ শরিফ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীও ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ জুন ভোরে ইরানে ইসরায়েলের হামলায় ৯ জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন। এছাড়া ইরানের বেশ কয়েকজন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারকেও বিমান হামলা চালিয়ে হত্যা করেছে দখলদার বাহিনী।

নিহত বাকি ৯ জন বিজ্ঞানী হলেন- ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ফেরেয়াদুন আব্বাসি, মোহাম্মদ মেহদি তেহরাঞ্চি, আবদোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোল্ফঘারি, আমিরহোসেন ফেগহি, আকবার মোতালেবিজাদেহ, আলী বাকাই কারিমি, মানসুর আসগারি এবং সাঈদ বুরজি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |