ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্পকে পাত্তা না দিয়ে ইরানে হামলা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৮:০৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে আর কোনো বিমান হামলা না চালানোর জন্য কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তবে তার এ হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে যুদ্ধবিরতির মধ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপের পর ইরানের উত্তরাঞ্চলে এ হামলা হয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে, স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন, ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েল, বোমাগুলো ফেলো না। তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।

বিজ্ঞাপন

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ইরানের বাবোলসারে হামলা চালিয়েছে। এটি তেহরানের উত্তরে ক্যাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত উপকূলীয় শহর।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এবং শার্গ পত্রিকা জানিয়েছে, রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |