ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ইসরায়েলকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে আর কোনো বিমান হামলা না চালানোর জন্য কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ‘তীব্র পাল্টা আঘাত’ হানার ঘোষণা দেওয়ার পরপরই, ট্রাম্পের এই হুঁশিয়ারি এলো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে দেশটির পক্ষ থেকে হামলা চালানো উচিত নয়।

ট্রাম্প লিখেছেন, ইসরায়েল। বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই!

বিজ্ঞাপন
আরও পড়ুন

তার এই মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ওয়াশিংটন এখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে চায় না। যুদ্ধবিরতির পরও উত্তেজনা যখন স্থিতিশীল হয়নি, তখন ট্রাম্পের প্রকাশ্য হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্বেগকেই সামনে এনে দিয়েছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইছে কূটনৈতিক সমাধানের পথে ফিরে যেতে, যেখানে ইসরায়েলের একতরফা পদক্ষেপ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |