ঢাকারোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

পরমাণু সংস্থার ওপর কড়াকড়ি আরোপ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৫:১৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জাতিসংঘের পরমাণুবিষয়ক নজরদারি সংস্থার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত বিষয়ক একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট।

বিজ্ঞাপন

ইরানের নূরনিউজের বরাত দিয়ে বুধবার (২৫ জুন) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।  

বিলটি পাসের মধ্য দিয়ে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন পেল। দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদানে আরও সতর্ক হবে।

বিজ্ঞাপন

পরিকল্পনার অধীনে, আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।

নূরনিউজ সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না। তাদের কড়াকড়ির মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে।

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। 

বিজ্ঞাপন

‘বিশ্ব স্পষ্টভাবে দেখেছে, পরমাণবিক শক্তি সংস্থাটি তার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি এবং এটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে’, যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |