ঢাকারোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজর নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৬:৪২ পিএম


loading/img
মেজর সৈয়দ মুইজ ও অভিনন্দন বর্থমান। সংগৃহীত ছবি

বালাকোট বিমান হামলায় নেতৃত্বদানকারী ভারতীয় যুদ্ধবিমানচালক অভিনন্দন বর্থমানকে আটক করা পাকিস্তানি স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির হামলায় নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পাক-আফগান সীমান্তে সক্রিয় একটি সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠীর নাম হলো টিটিপি বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পাক স্পেশাল সার্ভিস গ্রুপের ৬-কমান্ডো ব্যাটালিয়নে কর্মরত মেজর সৈয়দ মুইজ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সারারোগাহা এলাকায় যুদ্ধরত অবস্থায় নিহত হন বলে জানা গেছে। সূত্র জানায়, টিটিপি বা পাকিস্তানি তালিবান এই হত্যার দায় স্বীকার করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি বালাকোট আকাশ যুদ্ধের সময় একটি পুরোনো মিগ-২১ যুদ্ধবিমান দিয়ে একটি পাক এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে জাতীয় বীর হিসেবে পরিচিতি লাভ করেন ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্থমান (তৎকালীন উইং কমান্ডার)। তবে দুর্ভাগ্যবশত, সেই আকাশ যুদ্ধের সময় তার বিমানটি পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে চলে যায়। এরপর অভিনন্দনকে আটক করে পাক সেনাবাহিনী। 

বিজ্ঞাপন

ওই সময় পাক সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ। ক্যাপ্টেন অভিনন্দনকে প্রায় ৬০ ঘণ্টা আটক করে রাখা হয়। পরে ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপের মুখে তাকে মুক্তি দেয় পাকিস্তান।

আরটিভি/এফএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |