ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আবারও ইরানের পাশে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১:০০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিনা উসকানিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলাই দেশটিকে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিত করতে বাধ্য করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পেসকভ বলেন, এমন পরিস্থিতিতে আইএইএ-র সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই এ পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতি সম্পর্কে পরস্পরবিরোধী নানা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কিছু বলার মতো সময় এখনও আসেনি, কেউ বাস্তব তথ্য উপাত্ত পেয়েছে বলে আমি মনে করি না।

তিনি আরও বলেন, মস্কো ইরানকে তার সহযোগী হিসেবে দেখে এবং সম্প্রতি ইরানের ওপর হামলার নিন্দা করেছে রাশিয়া।

প্রসঙ্গত, ইরানি পার্লামেন্ট সদস্যরা ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা’ অনুমোদন করেছেন।

বিজ্ঞাপন

ইসলামি পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। 

আরটিভি/একে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |