ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মেয়েদের খেলায় বিনিয়োগ করবেন মালালা ও তার স্বামী

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১১:৩৩ এএম


loading/img

বিশ্বজুড়ে মেয়েদের খেলাধুলায় বিনিয়োগের ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজাই। এই উদ্যোগে তার সঙ্গে থাকবেন স্বামী আসের মালিক। খবর দিয়েছে ডন পত্রিকা।

বিজ্ঞাপন

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা জানান, পাকিস্তানের সোয়াতে স্কুলজীবনে খেলায় মেয়েদের অংশগ্রহণের সুযোগ ছিল খুবই সীমিত। তিনি বলেন, ‘স্কুলে দেখেছি টিফিনের সময় ছেলেরা মাঠে যেত ক্রিকেট খেলতে। আর মেয়েরা ক্লাসে বসে থাকত।’ এ অভিজ্ঞতা তাকে নাড়া দিয়েছিল।

মালালার মতে, খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণে সবচেয়ে বড় বাধা পৃষ্ঠপোষকতার অভাব। ফলে প্রতিভা থাকার পরও তারা সুযোগ পায় না। তাই ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্বামী।

বিজ্ঞাপন

মালালা বলেন, মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিতে এই খাতে অন্যদেরও এগিয়ে আসা উচিত।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |