ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ইরানে ধরা পড়েছে আরও ২৬ গাদ্দার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১২:৪৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানের গোয়েন্দা সংস্থা ২৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। বুধবার (২৫ জুন) তেহরান থেকে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

ফার্স জানিয়েছে, গোয়েন্দা সংস্থা হযরত ওয়ালি আছর কোর এই ব্যক্তিদের ইহুদিবাদী শাসনব্যবস্থার পক্ষে গুপ্তচরবৃত্তি এবং বিশ্বাসঘাতকতার অভিযোগে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ধৃতদের বেশিরভাগই নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে।

বিজ্ঞাপন

এদিকে ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির বুধবার দাবি করেন, সদ্য সমাপ্ত ১২ দিনের যুদ্ধে তাদের কমান্ডো বাহিনী ইরানের অভ্যন্তরে গোপনে অভিযান চালিয়েছে। তিনি বলেন, আমরা ইরানের আকাশসীমাসহ যেকোনো গুরুত্বপূর্ণ স্থানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। এ ছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তার প্রশংসাও করেন তিনি।

ইরান একইদিনে জানিয়েছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তেহরান প্রায়ই বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে ব্যক্তিদের আটক ও দণ্ড প্রদান করে থাকে।

মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় দেশই নিজ নিজ জয় দাবি করেছে। সংঘাত-পরবর্তী সময়ে গোয়েন্দা তৎপরতা ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |