ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৪:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে তুরস্ক। তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত; গ্রাস করছে একের পর এক প্রদেশ। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদেরকে। দাবানলের আগুন আবাসিক এলাকায় ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন লোকজন। কর্তৃপক্ষও অনেককে সরে যেতে বাধ্য করছে। 

বিজ্ঞাপন

‍বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টার্কি টুডে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, দাবানলের ভয়াবহতায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের মধ্যে। অনেক দর্শনার্থী ভ্রমণ সংক্ষিপ্ত করে দেশে ফিরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পর্যন্ত ইজমির, মুগলা, আন্টালিয়া, কানাক্কালে, বিলেসিক, হাতায় এবং সাকারিয়ায় আগুন লাগার খবর পাওয়া গেছে। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণপণ লড়াই করছেন। কিন্তু, শুষ্ক পরিস্থিতি, প্রচণ্ড তাপ এবং তীব্র বাতাস তাদের কাজ আরও চ্যালেঞ্জিং করে তুলছে; ঝুঁকি বাড়ছে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার।

এদিকে সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে ইজমির প্রদেশের আলিয়াগা জেলা। বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়েছে পাশের ফোকার ইলিপিনার পাড়ায়।

জানা গেছে, বোজকয় এবং হোরোজগেদিগির কাছে একটি গ্রামীণ বনাঞ্চলে এই দাবানলের সূত্রপাত। তীব্র বাতাস এবং কম আর্দ্রতার কারণে গত তিনদিনে ব্যাপক আকার ধারণ করেছে তা। কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে ১৭৫টি বাড়ি থেকে ৫৫০ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেককেই ফোকার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যরা আশপাশের গ্রামে আশ্রয় নিয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |