ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

অপুষ্টিতে মারা যাচ্ছে গাজার শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২৯ জুন ২০২৫ , ১১:০৭ এএম


loading/img
সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলি অবরোধ ও হামলার মধ্যে অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে। গাজার সরকারি মিডিয়া দপ্তর বলছে, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা আটকে রাখার কারণেই এই বিপর্যয় তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, ‘ইসরায়েলের এই অবরোধ পরিকল্পিত যুদ্ধাপরাধ। শিশুদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’ তারা এ পরিস্থিতির জন্য শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে।

গাজা কর্তৃপক্ষ অবিলম্বে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রতি।

বিজ্ঞাপন

এদিকে, জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে। চলতি বছরের মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫ হাজার ১১৯ শিশু তীব্র অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। যা এপ্রিলের তুলনায় ৫০ শতাংশ এবং ফেব্রুয়ারির তুলনায় ১৫০ শতাংশ বেশি।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার বেইগবেদার বলেন, ‘জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গড়ে প্রতিদিন ১১২ জন শিশু অপুষ্টির চিকিৎসা পেয়েছে। অথচ, এদের মৃত্যুঝুঁকি প্রতিরোধ করা সম্ভব ছিল। খাদ্য, পানি, ওষুধ সবই সীমান্তে আটকে আছে। মানবসৃষ্ট সিদ্ধান্তের কারণেই এই মৃত্যু।’

এদিকে শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার তুফাহ এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন ২০ জন। ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে ৯ শিশু।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মাহমুদ আল-নাখালা বলেন, ‘আমরা হঠাৎ ফোন পাই, বলা হয় এলাকা ছেড়ে দিতে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। আমরা আর কিছুই বুঝতে পারছি না। সবকিছু দুনিয়ার চোখের সামনে ঘটছে, তবু সবাই নীরব।’

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |