সৈয়দ জামানের প্রযোজনায় বিটিভিতে ঈদের তৃতীয় দিন ‘তুমি আমার প্রথম সকাল’ প্রচার হবে পারে। এর গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন গীতিকার কবির বকুল।
বিজ্ঞাপন
সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী জুটি তপন চৌধুরী ও শাকিলা শর্মা। তাদের দ্বৈত কণ্ঠে গাওয়া অনেক গান শ্রোতাদের মুখে মুখে ফেরে। এর মধ্যে অন্যতম ‘তুমি আমার প্রথম সকাল’। এই নামেই তাদের নিয়ে তৈরি হলো ঈদ অনুষ্ঠান।
এর মাধ্যমে বহুদিন পর আবার টেলিভিশন পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন তপন-শাকিলা। এ আয়োজনে তারা দুটি করে একক ও চারটি দ্বৈত গান গেয়েছেন।
বিজ্ঞাপন