ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মুসলিম লীগ-এন’র অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ , ০৭:৫৩ পিএম


loading/img

পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজ বা পিএমএল-এনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ।

বিজ্ঞাপন

মঙ্গলবার লাহোরে দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির নেতারা শাহবাজকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ঘোষণা করেন। এ পদে আর কোনো প্রার্থী ছিল না।

শাহবাজ শরীফ বর্তমানে দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

নওয়াজ শরীফকে দলের পক্ষ থেকে 'আজীবন নেতা' হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলীয় প্রধানের পদেও অযোগ্য ঘোষণা করেছেন। এর ফলে এ পদে থাকা তার পক্ষে আর সম্ভব ছিল না।

এর আগে গত বছর দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সাবেক এই প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন।

পাকিস্তানের সর্বোচ্চ আদালত সাম্প্রতিক রায়ে বলেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে তার অপসারণের ঘটনা তাকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ বা পিএমএল-এনের সভাপতির পদেও অযোগ্য করে দিয়েছে। এ কারণে দলীয় সভাপতি হিসেবে তিনি এতদিন যেসব সিদ্ধান্ত দিয়েছেন তার সব বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

নওয়াজ শরীফ শুরু থেকে দাবি করে এসেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পাকিস্তানের পার্লামেন্টের নিম্ন-কক্ষে পিএমএল-এনের সংখ্যাগরিষ্ঠ আসন রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |