ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ০৭ মার্চ ২০১৮ , ১১:০৮ এএম


loading/img

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৭ মাত্রার নতুন আরেকটি ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার পাপুয়া নিউগিনির পর্বতময় দক্ষিণাঞ্চলীয় এলাকায় ওই ভূমিকম্পটি আঘাত হানে। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মধ্যরাতের কিছুক্ষণ পরই ওই ভূমিকম্পটি আঘাত হানে। নয়দিন আগে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানার পর এটিই হচ্ছে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প পরবর্তী কম্পন। ২৬ ফেব্রুয়ারি আঘাত হানা ওই ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হেলা প্রদেশের অ্যাডমিনিস্ট্রেটর উইলিয়াম বান্ডো রয়টার্সকে বলেছেন, গেলো রাতে ১৮ জনের মৃত্যুর খবর পেয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাইডসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি। সম্ভাব্য হতাহতের ব্যাপারে কিছু জানতে পারিনি। তবে এটি একটি বড় গ্রাম যেখানে অনেক মানুষ বাস করেন।

২৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের পর ভূমিধস ও রাস্তায় ফাটলের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তাই কর্তৃপক্ষ ও সাহায্যকর্মীদের উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে ঠিক কতজন লোকের জন্য সহায়তা প্রয়োজন সেটি নির্ধারণ করতে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে ধারণা করা হচ্ছে এ সংখ্যাটা দেড় লাখের বেশি হতে পারে।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |