ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ক্ষমা চাইলেন ইউটিউবের সদরদপ্তরে হামলাকারীর পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১৮ , ০২:৩৯ পিএম


loading/img

সান দিয়াগোর অধিবাসী ইরানি বংশোদ্ভূত নাসিম আঘদাম নামের ৩৯ বছরের এক নারী ইউটিউবের সদরদপ্তরে হামলা করেন। আঘদামের গুলিতে একজন পুরুষ ও দুজন নারী গুরুতর আহত হন। এরপর আত্মহত্যা করেন তিনি। নিরীহ মানুষের ওপর আঘদামের সেই সশস্ত্র হামলার কারণে ক্ষমা চাইলেন তার পরিবার। খবর ডেইলি মেইল। 

বিজ্ঞাপন

আঘদামের পরিবার জানায়, আমরা হতভম্ব। হামলার শিকার নির্দোষ মানুষগুলোর কাছে ক্ষমা চাইছি।

পুলিশ জানিয়েছে, ইউটিউবের একজন কনটেন্ট মেকার ছিলেন নাসিম আঘদাম। ইউটিউবের বিরুদ্ধে নাসিমের ক্ষোভ ছিল।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: সিরিয়ায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ইরান-রাশিয়া-তুরস্কের
--------------------------------------------------------

পুলিশ জানায়, নাসিমের অভিযোগ-ইউটিউব তার প্রতি বিরূপ আচরণ করছে। তার পোস্ট করা ভিডিওর কন্টেন্ট সীমাবদ্ধ করে পেজের ভিউ কমিয়ে দিচ্ছে। ভিডিওর জন্য তাকে অর্থ দেয়া বন্ধ করে দিয়েছে ইউটিউব। এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ইউটিউবের সদর দপ্তরে হামলা চালান তিনি।

নাসিম আঘদাম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগোর বাসিন্দা। তার একটি ইউটিউব চ্যানেল এবং একটি ওয়েবসাইট ছিল। তিনি যেসব ভিডিও পোস্ট করতেন তার মধ্যে প্রাণীর প্রতি নিষ্ঠুরতাকে তুলে ধরা হতো।

বিজ্ঞাপন

নাসিম আঘদামকে বিভিন্ন জায়গায় একজন ‘ভেগান বডিবিল্ডার, শিল্পী ও র‌্যাপ গায়ক’ বলে বর্ণনা করা হয়েছে।

ইউটিউব সদরদপ্তরে গুলি চালানোর আগেই হামলাকারী নারী তার সঙ্গে সংশ্লিষ্ট এক ওয়েবসাইটে এ ইউটিউবের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন।

৩৯ বছরের হামলাকারী নারীর সঙ্গে ওয়েবসাইট নাসিমেসাবজ ডটকমের যোগ ছিল বলেও দাবি মার্কিন গণমাধ্যমগুলোর। ওয়েবসাইটটিতে পারস্য সংস্কৃতি, ভেগানিজম ও ইউটিউবের বিরুদ্ধে বেশ কয়েকটি পোস্টও আছে।

যেসব ব্যবহারকারী ইউটিউবের জন্য ভিডিও কনটেন্ট বানায়, তাদের সঙ্গে ভিডিও কনটেন্ট শেয়ারিং সাইটটি ন্যায্য লভ্যাংশ ভাগ করে নেয় না বলেও ওইসব পোস্টে অভিযোগ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নাসিমেসাবজ নামের ইউটিউব অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

আঘদামের পিতা ইসমাইল বলেছেন, ইউটিউব তার ভিডিও’র জন্য অর্থ দেয়া বন্ধ করে দেয়ায় তার মেয়ে ক্রুদ্ধ ছিল।

তিনি আরও জানান, দু’দিন ধরে নাসিম আঘদাম তার ফোন ধরছিলেন না। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর ইউটিউব সদরদপ্তরের ১৫ মাইল দূরে রাস্তার ওপর পুলিশ তাকে খুঁজে পায়। তিনি গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন বলে পুলিশ তার পরিবারকে জানায়। তবে আঘদামকে আটক করা হয়নি।

আঘদামের বাবা ইসমাইল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তার মেয়ে ‘ইউটিউব কর্তৃপক্ষকে ঘৃণা করতো’ বলেই হয়তো তাদের সদরদপ্তরে গিয়েছিল।

যুক্তরাষ্ট্র সরকারের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসবাদের সঙ্গে এ ঘটনার যোগসূত্র পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলির ঘটনায় শোক জানিয়েছেন। তিনি দ্রুত প্রতিক্রিয়া দেখানোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন।

বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের এই প্রধান কার্যালয়ে ১৭০০ লোক কাজ করেন। ইউটিউবের মালিকানা প্রতিষ্ঠান গুগল জানায়, গোলাগুলির ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

ইউটিউবের মুখপাত্র ক্রিস ডেল পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ৯ মিলিমিটারের একটি হ্যান্ডগান নিয়ে ইউটিউবের সদরদপ্তরে হামলা চালান নাসিম। তিনজনকে গুলি করার পর নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হন তিনি।

আরও পড়ুন: 

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |