ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সিরিয়া ইস্যুতে সকল রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ১৫ এপ্রিল ২০১৮ , ০৫:০৭ পিএম


loading/img

সিরিয়া ইস্যুতে সংযম প্রদর্শন ও শান্ত থাকার জন্য সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের হামলার পর পরিস্থিতি অবনতির প্রেক্ষিতে এ আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব।

সিরিয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এই হামলার কারণে গুতেরেস তার পূর্ব নির্ধারিত সৌদি আরব সফর বিলম্বিত করেন।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : সংস্কৃতি বাংলাদেশ-ভারতকে এক সূত্রে গেঁথেছে: সুষমা স্বরাজ
--------------------------------------------------------

এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস জানান, এই বিপজ্জনক পরিস্থিতিতে সকল সদস্য রাষ্ট্রের প্রতি শান্ত থাকার এবং সিরিয়ার সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিতে পারে কিংবা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে, এমন যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট শুক্রবার সিরিয়ায় বিমান হামলা চালায়। তবে এর আগেই নাকি রাজধানী দামেস্ক থেকে সপরিবারে সটকে পড়েছেন বাশার আল আসাদ। আর এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

বিজ্ঞাপন

সাউত বৈরুত রেডিও জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনীর গাড়িবহরে করে সিরিয়ান-লেবানন সীমান্তের উদ্দেশে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

আরও পড়ুন :

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |