ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ইন্দোনেশিয়ায় আত্মঘাতী হামলায় ২৫ ঘণ্টায় নিহত ২৩

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ১৪ মে ২০১৮ , ১২:০৯ পিএম


loading/img
সুরাবায়া সেন্টার পেন্টেকোস্টাল চার্চের বাইরে একজন ফরেনসিক পুলিশ কর্মকর্তা ধ্বংসাবশেষের ছবি তুলছেন

ইন্দোনেশিয়ায় রোববার সকালে তিনটি চার্চে পৃথক আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার দিনই পূর্ব জাভার সিদোয়ারজো এলাকায় রাতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই জায়গাটি রোববারের সুরাবায়া চার্চ হামলার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সিদোয়ারজো এলাকায় অবস্থিত ওনোকলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাসিন্দারা জানান, তারা রাত ৯টার দিকে ৫মতলায় কয়েকদফায় বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, রোববারের হামলায় একই পরিবারের ৬ সদস্য জড়িত। তারা আইএস দ্বারা প্রভাবিত হয়েই এই হামলা চালিয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টায় সান্তা মারিয়া ক্যাথলিক চার্চে প্রথম আত্মঘাতী হামলা চালায় ওই পরিবারের ১৬ ও ১৮ বছর বয়সী দুই ছেলে। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে অপর দুই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ওই পরিবারের কর্তা দিতা ওয়েপ্রিয়ারতো তার স্ত্রী পুজি কুসওয়াতি ও তাদের দুই মেয়েকে মোটরসাইকেলে করে দিপোনেগোরো ইন্দোনেশিয়ান ক্রিশ্চিয়ান চার্চের সামনে নামিয়ে দেন। পুজি ও তার ৯ এবং ১২ বছরের দুই মেয়ে ওই চার্চে বোমার বিস্ফোরণ ঘটান।
--------------------------------------------------------
আরও পড়ুন : ঘুষ, জাল ছবি থেকে সতর্ক থাকার আহ্বান মমতার
--------------------------------------------------------

আর ওয়েপ্রিয়ারতো সুরাবায়া সেন্টার পেন্টেকোস্টাল চার্চে তার বোমাবোঝাই মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটান।

এদিকে আজ সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ইন্দোনেশিয়ার সুরাবায়ায় পুলিশ সদরদপ্তরে বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা বলেছেন, আমরা একটি বিস্ফোরণের বিষয়ে জানতে পেরেছি কিন্তু এখনই এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারছি না।

উল্লেখ্য, ওই তিন চার্চ ও পুলিশ সদরদপ্তরে মোটরসাইকেল ব্যবহার করে হামলা চালানো হয়।

আরও পড়ুন : 

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |