ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

বিয়েবার্ষিকীর উপহার তালাক!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ , ১২:০১ পিএম


loading/img

বিয়েবার্ষিকীর উপহার চেয়ে তালাকনামা পেয়েছিলেন বলে জানালেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের কাছে এমন অভিযোগ করলেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে আন্দোলন করে ইমরান খান পাকিস্তানকে কি উপহার দিবেন, এমন প্রশ্নের উত্তরে রেহাম এ তথ্য জানান। তিনি বলেন, বিয়েবার্ষিকীর উপহার চেয়ে তার কাছ থেকে তালাকনামা পেয়েছিলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি পাকিস্তানকে তিনি এ ধরনের উপহার যেন না দেন।

২০১৫ সালের জানুয়ারিতে বিয়ে হয়েছিল ইমরান খান এবং বিবিসি’র সাবেক উপস্থাপক রেহাম খানের। দশ মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় তাদের।

বিজ্ঞাপন

এর আগে ১৯৯৫ সালে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান খান। ২০০৪ সালে বিচ্ছেদ ঘটে তাদের।

এফএস/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |