ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৩ জুন ২০১৮ , ১০:৪৮ পিএম


loading/img

বিশ্বের জন্য উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। বুধবার এক টুইটে এমনটা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইম। 

বিজ্ঞাপন

টুইটে ট্রাম্প বলেন, আমি যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই তুলনায় এখন সবাই অনেক বেশি নিরাপদ বোধ করতে পারেন। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হামলার হুমকি আর নেই। কিম জং উনের সঙ্গে বৈঠক চমৎকার এবং খুবই ইতিবাচক অভিজ্ঞতা। উত্তর কোরিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।

--------------------------------------------------------
আরও পড়ুন : তাজমহলের পশ্চিম গেটে হামলা!
--------------------------------------------------------

বিজ্ঞাপন

কিমের সঙ্গে বৈঠকের পর ওইদিনই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইচ্ছার কথা জানান। যদিও খুব তাড়াতাড়ি নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলেও জানিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে (কেসিএনএ) বলেছে, উত্তর কোরিয়া সফল হয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া বন্ধ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে সম্পর্কের আরও উন্নতি হলে উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন তিনি।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |