ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উত্তর কোরিয়া: ট্রাম্প

শুক্রবার, ২২ জুন ২০১৮ , ০৮:৩৮ এএম


loading/img

কোরীয় যুদ্ধের সময় নিখোঁজ হওয়া দুইশ’ সেনার দেহাবশেষ  ২০ জুন বুধবার ফেরত দিয়েছে উত্তর কোরিয়া। ২১ জুন বৃহস্পতিবার মিনোসোটাতে এক জনসমাবেশে এমনটা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প বলেন, আমরা আমাদের মহান বীরদেরকে ফেরত পেয়েছি। আমরা এরইমধ্যে দুইশ’ সেনার দেহাবশেষ ফেরত পেয়েছি।

বিজ্ঞাপন

নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছিলেন, উত্তর কোরিয়া বেশ কিছু সেনার দেহাবশেষ আগামী কয়েকদিনের মধ্যে হস্তান্তর করবে। এসব দেহাবশেষ দক্ষিণ কোরিয়ায় মোতায়েন জাতিসংঘ কমান্ডের কাছে দেয়া হবে তারপর সেখান থেকে হাওয়াই দ্বীপের মার্কিন হিকাম বিমানঘাঁটিতে নেয়া হবে।   

উল্লেখ্য, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন। পরে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন,  মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়েছেন কিম। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুসারে, ১৯৫০ দশকের কোরীয় যুদ্ধে ৩৬ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছিল। 

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |