ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনে দুই কোরিয়ার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২২ জুন ২০১৮ , ০৩:৪১ পিএম


loading/img

যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের জন্য বৈঠক করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। ২২ জুন শুক্রবার উত্তর কোরিয়ার পর্যটন এলাকা মাউন্ট কুমগ্যাংয়ের একটি হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।খবর রয়টার্স।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার প্রতিনিধি পাক ইয়ং বলেন, পারস্পরিক সহানুভূতি ও বিশ্বাসের মাধ্যমে আমাদের সর্বোচ্চ ভালো ফলাফলের জন্য চেষ্টা করা উচিত। অতীতে নেতারা যে পথে হেঁটেছেন আমাদেরও তাদের অনুসরণ করা উচিত।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা এ সফরকে মানবিক ও মানবাধিকার ইস্যু হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

এর আগে ২০১৫ সালে উভয় দেশের বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছিল।

বৃহস্পতিবার সিউলভিত্তিক রেড ক্রসের প্রেসিডেন্ট পার্ক কিয়ুং-সিও বলেন, মানবিক এ ইস্যুতে আমাদের আলোচনা ফলপ্রসূ হবে।

যুদ্ধবিরতির মাধ্যমে ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ শেষ হয়। এ যুদ্ধের কোনো শান্তিচুক্তি হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

এপি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |