ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

এবার অভিবাসীদের কীটপতঙ্গ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৫ জুন ২০১৮ , ০১:০২ পিএম


loading/img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এমনিতেই রয়েছেন আলোচনা-সমালোচনা আর বিতর্কের কেন্দ্রে। এবার নতুন করে  ট্রাম্প অভিবাসী নাগরিকদের কীটপতঙ্গ হিসেবে অভিহিত করলেন। এক টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রের অভিবাসী সমস্যার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করতে গিয়ে এমন  মন্তব্য করেন তিনি। খবর পার্সটুডে।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা অভিবাসীদের মাধ্যমে সংঘটিত অপরাধের প্রতি ভ্রুক্ষেপ না করে তাদেরকে অবাধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটার বার্তায় লিখেছেন, ডেমোক্র্যাটদের কাছে এ বিষয়টি মোটেই গুরুত্বপূর্ণ নয় যে, ‘কীটপতঙ্গ ও জন্তুজানোয়ারের’ মতো যেসব অভিবাসী হুড়মুড় করে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ছে তারা কতখানি খারাপ লোক হতে পারে।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : নিহত সেনাদের দেহাবশেষ নিতে ১০০ কফিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
--------------------------------------------------------

ট্রাম্পের এ বক্তব্যকে ‘বর্ণবাদী ও লজ্জাকর’ বলে প্রত্যাখ্যান করেছেন ডেমোক্র্যাট প্রতিনিধি ও মানবাধিকার কর্মী জন লুইস। তিনি ট্রাম্পের টুইট সম্পর্কে বলেছেন, এই বার্তা ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং যুক্তরাষ্ট্রের জনগণ যে স্বপ্ন ও আশা দেখে তার সঙ্গে বেমানান।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক মাইকেল হেইডেন বলেছেন, অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণাত্মক পরিভাষা ব্যবহার মার্কিন প্রেসিডেন্টের মর্যাদার সঙ্গে বেমানান। ট্রাম্পের বক্তব্যে আমি চরম হতাশ হয়েছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এমন বেফাঁস মন্তব্য এটাই যে প্রথম তা নয়। এর আগেও অভিবাসীদের নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া এই মানুষটি।

আরও পড়ুন :

এপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |