ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ঘরে বসেই পাসপোর্টের আবেদন করতে পারবেন ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৭ জুন ২০১৮ , ০৮:৪৬ এএম


loading/img

পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করে দিলো কেন্দ্র। মঙ্গলবার নতুন দুটি সুবিধা চালু করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয়। একটি হলো পাসপোর্টের জন্য দেশের যেকোনও জায়গা থেকেই আবেদন করা যাবে। একইসঙ্গে পাসপোর্টের আবেদনের জন্য চালু করা হয়েছে ‘পাসপোর্ট সেবা অ্যাপ’। মোবাইলের এই অ্যাপ থেকেই পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। খবর জি নিউজ, এবিপি আনন্দের।

বিজ্ঞাপন

পাসপোর্টে সেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ তথ্য জানিয়েছেন।

সুষমা স্বরাজ বলেছেন, এবার পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে দেশের যেকোনও নাগরিকই যেকোনও জায়গা থেকেই আবেদন করতে পারবেন। অ্যাপে দেয়া ঠিকানায় হবে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ তথ্য খতিয়ে দেখার পর অ্যাপে দেয়া ঠিকানায় পাসপোর্ট পাঠিয়ে দেয়া হবে।

বিজ্ঞাপন

এই পাসপোর্ট সেবা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য কাজও করা যাবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিবাহিত নারীদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এতোদিন বিয়ের প্রশংসাপত্র বাধ্যতামূলক ছিল। এবার তা আর থাকছে না। আর ডিভোর্স হওয়া নারীদের ক্ষেত্রে তাদের সাবেক স্বামীর নাম লিখতে হবে না।

সুষমা স্বরাজ বলেন, উত্তরপূর্বের প্রতিটি রাজ্যে পাসপোর্ট সেন্টার খোলা হবে। এতোদিন একমাত্র গুয়াহাটিতেই পাসপোর্ট সেন্টার ছিল। ফলে এবার উত্তরপূর্ব ভারতের মানুষজন উপকৃত হবেন। ইতোমধ্যেই ২১২টি পাসপোর্ট সেন্টার খোলা হয়েছে। এবার আরও ৩৮টি সেন্টার খোলা হবে।

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |