ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের আচরণ অত্যন্ত দুঃখজনক: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৭ জুলাই ২০১৮ , ১১:৩৩ পিএম


loading/img

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বিষয়ক বৈঠকে যুক্তরাষ্ট্রের আচরণকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং। শনিবার এমনটা জানান উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

বিজ্ঞাপন

সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বিষয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া সফরে আসেন। সেখানে তিনি দেশটির নেতা কিম জং উনের সাথে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আলোচনার অগ্রগতি হচ্ছে’ বলে জানান।

পম্পেওর এ মন্তব্যের ঘণ্টাখানেক পরেই পিয়ং ইয়ং থেকে এক বিবৃতিতে এ বৈঠকে যুক্তরাষ্ট্রের আচরণকে অনুশোচনীয় বলে মন্তব্য করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের পর এটিই ছিল দেশটিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর প্রথম সফর।

কিমের সাথে পম্পেওর এ বৈঠক সম্পর্কে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বিষয়ে একতরফা চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ বৈঠকের মূলমন্ত্রের বিপরীতে চলে গেছে।

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |