নেপালে বর্ষা মৌসুমে শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে তারা নিহত হয়েছেন বলে শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন আরও ১২ জন।
দেশটির তেরাই অঞ্চলের মোরাং, সানসুরি, সাপতারি, রওতাহাত, সারলাহি, ডাং ও বানকে জেলার মতো নিচু এলাকায় আরও কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : সীমিত আশা নিয়েই পুতিনের সঙ্গে বসছেন ট্রাম্প
--------------------------------------------------------
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সুবেদী বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, নেপালি সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে।
হাইড্রোলজি ও মেটিওরোলজি বিভাগ জানিয়েছে, আজ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একইসঙ্গে তারা দুর্যোগের সঙ্গে খাপ খাওয়াতে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে বন্যা পূর্বাভাস বিভাগ বিভিন্ন জেলায় অগ্রিম বন্যা সতর্কতা বার্তা পাঠিয়েছে।
তেরাই অঞ্চলে প্রতি বছরই বন্যা ও ভূমিধসে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয় এবং ঘরবাড়ি, গবাদিপশু ও শস্যের ক্ষয়ক্ষতি হয়।
আরও পড়ুন :
এ